মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলেছেন, রাশিয়া ফের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে। তিনি বিশ্বাস করেন, মার্কিন গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা রাশিয়া আবারো করবে।
এদিকে আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে টার্গেট করেছে হ্যাকাররা। অন্তত তিনজন কংগ্রেস প্রার্থীকে টার্গেট করেছে হ্যাকাররা। এই তথ্য জানিয়েছেন মাইক্রোসফটের নির্বাহী টম বার্ট। কলোরাডোতে এক নিরাপত্তা সম্মেলনে এই তথ্য ফাঁস করেন তিনি।
একজন নিরাপত্তা বিশেষজ্ঞ বলছেন, মার্কিন গণতন্ত্রকে খাটো করতে সাইবার হামলা চালানো হতে পারে।