মালয়েশিয়া বাসীদের সুখবর দিলেন মাহাথির

আধুনিক মালয়েশিয়ার রূপকার ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, মালয়েশিয়া ব্যবসা বান্ধব দেশ হিসেবে এগিয়ে যাবে, তবে আমরা দুর্নীতির মূলোৎপাটন করবই। বিদেশী বিনিয়োগ আনতে আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেবোনা।

শুক্রবার (২০ জুলাই) মালয়েশিয়া ও চীনের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় মাহাথির বলেন, নতুন সরকার দুর্নীতি দমন করবে এবং ব্যবসার জন্য পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করবে। তিনি ব্যক্তিগত খাত ও সরকারের সঙ্গে সহযোগিতার জন্য মালয়েশিয়া ইনকরপোরেটেড কে পুনরুজ্জীবিত করার বার্তাও দেন।

‘আমাদের সরকার নতুন এবং এটি ব্যবসা বান্ধব হবে। এটি দুর্নীতিগ্রস্ত হবেনা। আমি জানি কিছু ব্যবসায়ী চিন্তিত যে কিছু দুর্নীতিগ্রস্ত মানুষের সঙ্গে তারা ব্যবসা করেছে, এতে কোন ক্ষতি হবে কি না।’ বলেন মাহাথির।

‘আমরা আপনাদের যে কোন ধরনের প্রতিহিংসা থেকে সুরক্ষা দেবো। আমরা একটি পরিচ্ছন্ন সরকার চাই এবং আমি বিশ্বাস করি আপনারাও তাই-ই চান।’

মাহাথির মোহাম্মদ নাজিব রাজাকের সরকারের দুর্নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘ এখন আমাদের সরকার পুনর্গঠন করতে হবে কারণ অনেক কিছু ধ্বংস করে দিয়েছে (নাজিব)। সরকার গঠনের প্রথম দিকে আমাদের তাই কঠিন সময় যাবে এবং কিছু সময়ও তাই প্রয়োজন। এ কারণে আমাদের আপনাদের সহায়তা প্রয়োজন।