‘জামায়াতের সঙ্গে সমঝোতার চেষ্টা করছি’

সরকার নানা কৌশলে বিএনপি-জামায়াতের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার (২০ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। ২০ দলীয় জোট ভাঙনের এ ষড়যন্ত্র সফল হবে না বলেও উল্লেখ করেন মওদুদ আহমদ।

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামকে নিয়ে সরকার নানা ধরণের কৌশল করছে, যেন আমাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়। সিলেটে নির্বাচনে যা ঘটেছে সেটি সামান্য ঘটনা। জাতীয় আর স্থানীয় পর্যায়ের রাজনীতি ভিন্ন বিষয়।’

মওদুদ আহমেদ বলেন, সিলেটে স্থানীয় সরকারের (সিটি করপোরেশন) একটি নির্বাচনে জামায়াত ইসলামী প্রার্থী দিয়েছে। আর সরকার এটা নিয়ে গণমাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচন আলাদা। আমরা জামায়াতের সঙ্গে সমঝোতার চেষ্টা করছি। জামায়াত একটি সংগঠিত দল। দলটির সঙ্গে জোট আছে, থাকবে।

তিনি আরো বলেন, ‘আগে হয়েছে টাকা চুরি, এখন হলো সোনা চুরি। আমাকেসহ বিএনপি নেতাকর্মীদের ৫৪ ধারায় সন্দেহভাজন মামলা দেওয়া হয়েছে সায়েদাবাদে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায়। অনেককে মাসের পর মাস আটকে রাখা হয়েছে জেলে। অথচ বাংলাদেশ ব্যাংকের টাকা পাচার, সোনা চুরির ঘটনায় কাউকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হলো না। তাতেই প্রমাণ হয়, সরকারের মদদপুষ্টরাই এর সঙ্গে জড়িত।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে মওদুদ বলেন, ‘খালেদার মুক্তি নিশ্চিত করতে হবে। আমরা আইনি লড়াই চালিয়ে যাবো। কিন্তু এতে কাজ না হলে রাজপথে আন্দোলন করে নিশ্চিত করা হবে। এক্ষেত্রে সব দল নিয়ে আমরা জাতীয় ঐক্য গড়ে তুলবো।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

সূত্র: সময় নিউজ অনলাইন