সিঙ্গাপুরকে টেক্কাদিয়ে নতুন চাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির

উচ্চগতিসম্পন্ন রেল (এইচএসআর) প্রকল্প বাস্তবায়ন পিছিয়ে নিতে সিঙ্গাপুরের সঙ্গে আলোচনা করবে মালয়েশীয় সরকার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ কথা জানিয়েছেন। খবর চ্যানেল নিউজ এশিয়া।

এর আগে কুয়ালালামপুর ও সিঙ্গাপুরের মধ্যকার রেলসংযোগ প্রকল্পটি বাতিল করা হতে পারে বলে জানিয়েছিলেন মাহাথির মোহাম্মদ। একই সঙ্গে ক্ষতিপূরণের বিষয় নিয়েও সিঙ্গাপুরের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছিলেন তিনি।

পার্লামেন্টে সাংবাদিকদের মাহাথির মোহাম্মদ বলেছিলেন, দেশের আর্থিক পরিস্থিতি বিবেচনা করার পর আমাদের ধারণা হয়েছিল, আমরা হয়তো এইচএসআর প্রকল্পটি চালিয়ে নিতে পারব না। কিন্তু প্রকল্প ও চুক্তি বাতিলের প্রভাব নিয়ে পর্যালোচনার পর আমরা প্রকল্পের বাস্তবায়ন বিলম্বিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী আরো বলেন, প্রকল্পের ব্যয় কমানো হতে পারে। কিন্তু আমাদের সাধ্য অনুযায়ী ব্যয় কমানো কঠিন হয়ে পড়তে পারে বলে প্রকল্পটি পিছিয়ে নেয়া প্রয়োজন।

বুধবার মালয়েশিয়ার অর্থনৈতিক-বিষয়ক মন্ত্রী আজমিন আলি জানিয়েছেন, পূর্ববর্তী সরকারের গৃহীত চুক্তি নিয়ে আলোচনার জন্য চলতি মাসের শেষ দিকে সিঙ্গাপুর সফরের পরিকল্পনা করেছেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের আমলে সিঙ্গাপুরের সঙ্গে এইচএসআর প্রকল্পটির চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু দুর্নীতি কেলেঙ্কারির জেরে মে মাসের সাধারণ নির্বাচনে পরাজয় বরণ করেন রাজাক। নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ দেশের ঋণ ও অর্থনৈতিক সংকট কমাতে ব্যয়বহুল প্রকল্পগুলো বাতিলের সিদ্ধান্ত নিলে এইচএসআরের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

এর মধ্যে এইচএসআর প্রকল্প সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা চেয়ে ১ জুন মালয়েশিয়াকে একটি কূটনৈতিক চিঠি পাঠায় সিঙ্গাপুর। মালয়েশীয় সরকার চিঠির কোনো জবাব না দিয়ে ৩১ জুলাই বৈঠকের প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে মাহাথির মোহাম্মদ বলেন, সিঙ্গাপুর আমাদের অবস্থান জানতে চেয়েছে কিন্তু আমরা এখন আনুষ্ঠানিকভাবে তাদের কাছে মন্ত্রীকে পাঠাচ্ছি।

ওয়ানএমডিবির সাবেক নির্বাহীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি: কেলেঙ্কারি জর্জরিত মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তহবিল ওয়ানএমডিবির দুজন সাবেক নির্বাহীকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করেছে দেশটির তদন্তকারী সংস্থা। বিষয়সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। খবর ব্লুমবার্গ।

মালয়েশিয়ার অ্যান্টি-করাপশন কমিশন ওয়ানএমডিবির সাবেক সাধারণ উপদেষ্টা জেসমিন লু অই সোয়ান এবং সাবেক নির্বাহী পরিচালক ক্যাসি তাং কেং চিয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

এছাড়া ওয়ানএমডিবি নিয়ে নতুন তদন্তে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ ও দুর্নীতির বেশ কয়েকটি ফোজদারি অভিযোগ দায়ের করা হয়েছে। নাজিব রাজাকের কাছ থেকে এরই মধ্যে ২৭ কোটি ১০ লাখ ডলারের বেশি নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী জব্দ করার কথা জানিয়েছে পুলিশ। যদিও নিজেকে নির্দোষ দাবি করেছেন নাজিব।