সৌদি ছেড়ে তুরস্কে বাড়ি কিনছে সৌদি নাগরিকরা!

বিশ্বের বিলাশবহুল জনগোষ্ঠীর মধ্যে সৌদি আরবের নাগরিকরা অন্যতম। এরা সবসময় আনন্দ বিলাশিতা পছন্দ করে।অর্থ ব্যায়ে নেই কোন বিন্ধকতা।তারি প্রতিফলনে বিশ্বের নানান দেশে পাড়ি জমাতে খুব পছন্দ তাদের ।তাইতো পছন্দের দেশে বাড়ি কিনছেন।

দিন দিন বিদেশিদের তুরস্কে বাড়ি কেনার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে সবেচেয় এগিয়ে আছে সৌদি নাগরিকরা। তারপরই আছে ইরাক। চলতি বছরের ছয় মাসে এক হাজার ৮৭টি বাড়ি কিনেছে সৌদি নাগরিকরা।

তার্কস্টেট এর বরাত দিয়ে ডেইলি সাবাহার খবরে বলা হয়েছে, ২০১৮ সালের ছয় মাসে ইস্তাম্বুলে বিদেশিদের কাছে ফ্ল্যাট বিক্রি গত বছরের তুলনায় ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময়ের মধ্যে মোট ১১ হাজার ৯৪৪টি ফ্ল্যাট কিনেছে বিদেশিরা।

চলতি বছরের ছয় মাসে তুরস্কে বিদেশিদের বাড়ি কেনার প্রবণতা ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তার্কিশ স্ট্যাটিসটিকস ইন্সটিটিউট (তার্কস্টেট) এর এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বুধবার তার্কস্টেট এ তথ্য প্রকাশ করেছে।

১১ হাজার ৯৪৪টি ফ্ল্যাটের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ কিনেছে সৌদি আরব, ইরাক ও ইরানি নাগরিকরা। গত ছয় মাসে সৌদি নাগরিকরা কিনেছে এক হাজার ৮৭টি, ইরানিরা কিনেছে ৯৪৪, রাশিয়ানরা ৮১৫টি এবং আফগানিরা কিনেছে ৭১৯টি ফ্ল্যাট।তবে এমনটায় অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছে তুরস্ক ।