ফুটবলের সফলতম দল ব্রাজিল। পরাক্রমশালী দলটি জিতেছে রেকর্ড পাঁচটি বিশ্বকাপ। ফুটবল বিশ্বে প্রসিদ্ধ এমন কোন দল নেই যাদের পরাজিত করতে পারেনি ব্রাজিল। তবে না, কথাটা পুরোপুরি সঠিক নয়। কারণ, এমন একটি দল আছে যাদের বিপক্ষে মাঠে নেমেও কখনও জিততে পারেনি সেলেকাওরা।
দলটির নাম নরওয়ে। ফুটবলের নরওয়ে বড় নাম নয়। এ পর্যন্ত মাত্র তিনটি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। ফিফার বর্তমান র্যাংকিংয়ে তাদের অবস্থান ৫৩। মাত্র সাড়ে ৫২ হাজারের মতো জনসংখ্যার দেশটি এ পর্যন্ত মোট ৪ বার ব্রাজিলের মুখোমুখি হয়েছে। তবে কোন বারই পরাজিত হয়নি। ২ বার জিতেছে এবং বাকি ২টি ম্যাচ ড্র করেছে।
ব্রাজিলের সঙ্গে নরওয়ের প্রথম দেখা হয়েছিলো ১৯৮৮ সালে। সেবারের প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিলো। এরপর ১৯৯৭ সালে দ্বিতীয় দেখায় ব্রাজিলকে ৪-২ গোলের লজ্জায় ডুবায় নরওয়ে। ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে দেখা হয় দু’দলের। সেবার ২-১ গোলে হেরে যায় ব্রাজিল। ২০০৬ সালে দু’দলের সবশেষ প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
চার ম্যাচে ব্রাজিলের জালে ৮ গোল করেছে নরওয়ে, অপরদিকে ৫টি গোল হজম করেছে।
তবে ব্রাজিলের নারী দল এই খরায় পড়েনি। দু’দেশের নারী দলের মধ্যে দেখা হয়েছে মোট ৮ বার। যার মধ্যে ৪ বারই জিতেছে ব্রাজিল, ২ বার নরওয়ে এবং বাকি ২ ম্যাচ ড্র হয়েছে।