শুক্রবার নয়াপল্টনে সমাবেশের অনুমতি পেল বিএনপি

আগামীকাল শুক্রবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করে তিন বলেন, বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দল গিয়েছিল ডিএমপিতে অনুমতির বিষয়ে কথা বলার জন্য। পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের পক্ষ থেকে সমাবেশ করার মৌখিক অনুমতি দেয়া হয়েছে।

তাই আগামীকাল বিকাল তিনটায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে গত রোববার সকালে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।