তুরস্কে বন্দি যুক্তরাষ্ট্রের এক ধর্ম যাজককে মুক্তি দিতে বুধবার প্রেসিডেন্ট রিসেপ এরদোগানের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । টুইটারে দেয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ট্রাম্প টুইটে লিখেন, সম্মানিত মার্কিন ধর্ম যাজক অ্যানড্রিও ব্রুনসনকে কারাগার থেকে তুরস্কের ছেড়ে না দেয়া হবে সম্পূর্ণ অমর্যাদার কাজ। তিনি দীর্ঘদিন ধরে দেশটিতে বন্দি রয়েছেন।
তিনি আরো বলেন, ধর্ম যাজক ব্রুনসনের মতো আদর্শ স্বামী এবং সন্তানের পিতা হিসেবে তাকে মুক্তি দিতে এরদোগানের কিছু করা উচিত। তিনি কোন দোষ করেননি এবং তাকে ছাড়া তার পরিবারকে একটা অসহায় অবস্থার মধ্যদিয়ে দিন কাটাতে হচ্ছে।
এদিকে বুধবার তুরস্কের এক আদালত ব্রুনসনকে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের পরই ট্রাম্প তার মুক্তির আহবান জানান।
ব্রুনসন প্রায় দুই বছর ধরে দেশটিতে আটক রয়েছেন। মার্কিন কর্তৃপক্ষ তার মুক্তির জন্য তুর্কি সরকারকে চাপ দিলেও কোন ফল পাওয়া যায়নি।
বিচারক জানান, অ্যানড্রিও ব্রুনসনের মামলার পরবর্তী শুনানীর জন্য আগামী অক্টোবরের ১২ তারিখ ধার্য করা হয়েছে। ব্রুনসনকে ২০১৬ সালের অক্টোবরে তুরস্কের এগান উপকূলবর্তী ইজমির শহরে একটি সরকার-বিরোধী গীর্জা পরিচালনার দায়ে গ্রেফতার করা হয়।
এই নিয়ে টানা তিনবার তার মুক্তির আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। বাসস ও ডেইলি মেইল।