ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজের পক্ষ থেকে ব্রিটিশ রাজপুত্র লুইয়ের চারটি নতুন ছবি প্রকাশ করেছে কেনসিংটন প্যালেস। লুইকে খ্রিস্টানধর্মে দীক্ষিত করাকে স্মরণীয় করে রাখতে ছবিগুলো তোলা হয়। ছবিতে মায়ের কোলে হাসতে দেখা গেছে ছোট লুইকে।
লন্ডনে প্রিন্স চার্লস ও ডাচেস অব কর্নওয়েলের অফিসিয়াল বাসভবন ক্ল্যারেন্স হাউজে ছবিগুলো তুলেছেন ম্যাট হুলাইওক।
সোমবার এক বিবৃতিতে বলা হয়, ‘রাজপরিবার মনে করে তাদের মতো অন্য সবারও সুন্দর মুহূর্তের এ ছবিগুলো ভালো লাগবে।’
এ বছরের ২৩ এপ্রিল লন্ডনে জন্ম হয় রাজপুত্র লুইয়ের। সে ব্রিটিশ সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী।