রাজপুত্রের ছবি প্রকাশ

ব্রিটিশ রাজপরিবারের নবাগত সদস্যকে নিয়ে সারা বিশ্বেই আগ্রহ রয়েছে। আর সে আগ্রহ মেটাতে এবার প্রিন্স লুইসের ছবি প্রকাশ করা হলো কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে। কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে এটিই দুই মাস বয়সী রাজপুত্রের প্রথম অফিসিয়াল ছবি প্রকাশ।

প্রিন্স উইলিয়াম ও ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনের পরিবারের সবচেয়ে ছোট সদস্য প্রিন্স লুইস। প্রিন্স লুইস তাদের তৃতীয় সন্তান। তাঁদের আরো একটি ছেলে ও মেয়ে রয়েছে, যাদের নাম জর্জ ও শার্লট।

রাজদম্পতির তৃতীয় সন্তান আর দ্বিতীয় ছেলের লুইয়ের জন্ম হয় গত ২৩ এপ্রিল, সোমবার লন্ডনে স্থানীয় সময় সকাল ১১টা ১ মিনিটে।

সম্প্রতি টুইটারে পোস্ট হওয়া ছবিটি ৩০ মিনিটের মধ্যেই ছয় হাজার লাইক পড়ে। এছাড়া ইনস্টাগ্রামে লাইক পড়ে এক লাখ ৩০ হাজার।

ব্রিটিশ রাজপরিবারে নতুন আসা রাজবধূ মেগানকেও দেখা যায় একটি ছবিতে।

ব্রিটিশ রাজমুকুটের উত্তরাধিকারীর তালিকায় প্রিন্স লুইয়ের অবস্থান পঞ্চম। ছবিগুলোতে প্রিন্স লুইসকে খুবই হাসিখুশি দেখা যায়।