বিশ্বের জনপ্রিয় স্থানগুলোর মধ্যে ভারতের গোয়ার সমুদ্র তীর অন্যতম। আর এবার সেই সমুদ্র তীরবর্তী এলাকায় নিষিদ্ধ হচ্ছে মদ্যপান। সেখানে আগামী ১৫ আগস্ট থেকে সাধারণ মানুষের সামনে মদ খেলে গুনতে হবে মোটা অংকের অর্থদণ্ড। শুধু তা-ই নয়, প্রকাশ্যে ধূমপান ও প্লাস্টিক ব্যবহার রুখতেও কঠোর হচ্ছে আগের আইন।
এ ব্যাপারে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর জানান, পনজিম শহর লাগোয়া ফুটপাতে ঢালাও মদ বিক্রি হয়। বসে মদ্যপানের আসর, প্রকাশ্যে বিয়ার খাওয়ার রীতিও রয়েছে এখানে। সে সব অভ্যাসে বন্ধ করতেই এবার কঠোর হচ্ছে গোয়া সরকার। পর্রীকর বলেন, ‘১৫ আগস্টের পর থেকেই এ সব বন্ধ করতে জরিমানা ধার্য করা হবে।’ এসময় সেখানে উপস্থিত সকল দর্শকদের উদ্দেশে নাগরিক দায়িত্ব নিয়ে প্রশ্ন করেন তিনি।
এখন পর্যন্ত মদ খাওয়ার জরিমানার অঙ্ক ঠিক না হলেও প্লাস্টিক ব্যবহারের জরিমানা ১০০ টাকা থেকে বেড়ে ২৫০০ টাকা হবে ও ধূমপানের জরিমানাও বাড়বে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।