জেনে নিন কোন বোর্ডে পাসের হার কত?


এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০.৩০ টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলাফল হস্তান্তর করেন।

এবার সারাদেশে গড় পাশের হার ৬৬.৬৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন। সারাদেশে মোট পাসের করেছে ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন। ছাত্রদের পাশের হার ৬৩.৮৮ ও ছাত্রীদের পাশের হার ৬৯.৭২।

ঢাকা বোর্ডে পাশের হার: ৬৬.১৩%। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৯৩৮ শিক্ষার্থী।

রাজশাহী বোর্ড পাশের হার: ৬৬.৫১%। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১৩৮ শিক্ষার্থী।

দিনাজপুর বোর্ডে পাশের হার: ৬০.২১%। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৯৭ শিক্ষার্থী।

যশোর বোর্ডে পাশের হার: ৬০.০৪%। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৯ শিক্ষার্থী।

চট্টগ্রাম বোর্ডে পাশের হার: ৬২.৭৩%। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬১৩ জন।

কুমিল্লা বোর্ডে পাশের হার: ৬৫.৪২%। জিপিএ-৫ পেয়েছে ৯৪৪ শিক্ষার্থী।

বরিশাল বোর্ডে পাশের হার: ৭০.৫৫%। জিপিএ-৫ পেয়েছে ৬৭০শিক্ষার্থী।

সিলেট বোর্ডে পাশের হার: ৬২.১১%। জিপিএ-৫ পেয়েছে ৮৭৩ শিক্ষার্থী।

কারিগরি শিক্ষা পাশের হার: ৭৫.৫০%। জিপিএ -৫ পেয়েছে ২ হাজার ৪৫৬ শিক্ষার্থী।

মাদ্রাসা বোর্ডে পাশের হার: ৭৮.৬৭%। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২৪৪ শিক্ষার্থী।

এ বছর পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬ লাখ ৯২ হাজার ৭৩০ জন ছাত্র ও ৬ লাখ ১৮ হাজার ৭২৭ জন ছাত্রী।

এইচএসসিতে আটটি সাধারণ বোর্ডের অধীনে অংশ নেয় ১০ লাখ ৯২ হাজার ৬০৭ জন শিক্ষার্থী। আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ১ লাখ ১২৭ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম)-এ ১ লাখ ১৭ হাজার ৭৫৪ জন ও ডিআইবিএসে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৬৯।

এছাড়া বিদেশের সাতটি কেন্দ্রে ছিল ২৯৯ শিক্ষার্থী। তাদের মধ্যে ১৫৯ জন ছাত্র ও ১৪০ জন ছাত্রী।