টি-টোয়েন্টি সিরিজটা হারলেও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার হাতছানি ইংল্যান্ডের। হেডিংলিতে আজ সিরিজ নির্ধারণী ম্যাচে ইংলিশদের ২৫৭ রানের লক্ষ্য দিতে পেরেছে ভারত
টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। ভারতের বিপক্ষে ঠিক একই ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতার দারুণ সুযোগ এসেছে ইংল্যান্ডের সামনে। হেডিংলিতে আজ সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ইংলিশদের ২৫৭ রানের লক্ষ্য দিতে পেরেছে ভারত।
রোহিত শর্মা-শিখর ধাওয়ানের ওপেনিং জুটি ভালো শুরু এনে দিতে পারেনি ভারতকে, ভেঙেছে ১৩ রানে। রোহিত করেছেন ২ রান। তবে বিরাট কোহলি-ধাওয়ানের দ্বিতীয় উইকেট জুটি বড় স্কোরের স্বপ্ন দেখায় ভারতীয়দের। ৪৪ রানে ধাওয়ান রানআউট হয়ে ফিরলেও কোহলি স্বচ্ছন্দেই এগোচ্ছিলেন। দিনেশ কার্তিকের সঙ্গে তৃতীয় উইকেটে গড়েন ৪১ রানের জুটি। আদিল রশিদের বলে বোল্ড হয়ে কার্তিক (২১) ফেরার পর ভারতীয় ব্যাটিং লাইনআপে ছন্দপতন।
আদিলের করা ৩১তম ওভারের প্রথম বলেই বোল্ড ৭১ রান করা কোহলি। চার বল পরে ফিরে গেলেন সুরেশ রায়নাও। ৩১ ওভারে ভারতের স্কোর ৫ উইকেটে ১৫৮। পরের ওভারে মঈন আলীর বলে মহেন্দ্র সিং ধোনিকে এলবিডব্লুর রায় দিয়েই ফেলেছিলেন আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড। ধোনি বেঁচে যান রিভিউ নিয়ে। লেট অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে ধীরলয়ে ইনিংস মেরামতের কাজটা করে যাচ্ছিলেন ভারতের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান। কিন্তু বেশি দূর এগোতে পারেননি। উইলির দুর্দান্ত এক বলে জস বাটলারের ক্যাচ হওয়ার আগে ৬৬ বলে করেন ৪২ রান। ধোনি আউট হওয়ার পরও যে ভারতের স্কোর ২৫০ পেরিয়েছে, তাতে গুরুত্বপূর্ণ অবদান শার্দুল ঠাকুরের ১৩ বলে অপরাজিত ২২ রান।
২৫৭ রানে লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়েছে। জেমস ভিন্স-জনি বেয়ারস্টোর ওপেনিং জুটি তুলেছে ৪৩ রান। প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ এভারে ১ উইকেটে ইংল্যান্ড তুলেছে ৭৪ রান।