মালয়েশিয়ায় কর্মরত বিদেশি নাগরিক ও অবৈধ অভিবাসীদের সমস্যা সমাধানে শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছে দেশটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। একথা জানিয়েছেন, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।
ইমিগ্রেশন বিভাগ পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে খুব শিগগিরই বৈঠকের দিন ধার্য করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশি শ্রমিকের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের জনশক্তিকে কাজে লাগানোই হবে নতুন সরকারের প্রধান কাজ। তবে যে খাতে বিদেশি শ্রমিকের প্রয়োজন সেক্ষেত্রে চাহিদা ও পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।