গতকাল মালয়েশিয়ার কেলাং এবং শাহআলমের ৫ জায়গায় অপারেসি দিয়ে ৮৩ জন বিদেশী শ্রমিকের বৈধ পার্মিট চেক করে তাদের মধ্যে ৪৭ জনকে আটক করে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ।
আটক ৪৭ জনের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১১ জন নারী ছাড়াও একজন নিয়োগকর্তা রয়েছে। ৪ জন পুরুষ ও ৬ জন নারীসহ ১০ জন ইন্দোনেশিয়ান, ১৬ জন বাংলাদেশী, ১ জন পাকিস্তানি, ১৭ জন থাই, ২ জন নেপালি এবং ১ জন ইন্ডিয়ান নাগরিক রয়েছে।
১৭ তারিখ পেরাকে অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ। পেরাকের ৭ জায়গায় অপারেসি দিয়ে ৭১ জন অধিবাসীর বৈধ ভিসা চেক করে ২৯ জনকে আটক করা হয়।
আটক ২৯ জনের মধ্যে ৮ পুরুষ ও ৫ জন নারীসহ ১৩ জন ইন্দোনেশিয়ান, ১ জন ইন্ডিয়ান এবং ১৩ জন বাংলাদেশী নাগরিক।
১৬ জুলাই পেরাকের ৩ জায়গার অপারেসি চালায় ইমিগ্রেশন পুলিশ। অভিযানে ১৬ জনের বৈধ ভিসা চেক ১৫ জনকে আটক করা হয়। ১৫ জনের মধ্যে ১৩ জন পুরুষ এবং ২ জন মহিলা রয়েছে। ৫ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং ১ জন মহিলাসহ ৬ জন, ২ জন ইন্ডিয়ান, ৫ জন বাংলাদেশী এবং ১ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ২ মিয়ানমারের নাগরিক।
১৬ এবং ১৭ জুলাই নেগেরি সেম্বিলানে অপারেসি দিয়ে ৪০ জনের বৈধ পার্মিট চেক ১৬ জনকে আটক করে। ৮ জন পুরুষ ও ৫ জন নারীসহ ১৩ জন ইন্দোনেশিয়ান এবং ৩ জন বাংলাদেশী নাগরিক রয়েছে।
আটক সবাইকে ইমিগ্রেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তী পদক্ষের জন্যে।