মালয়েশিয়াজুড়ে চলা ‘মেগা থ্রি’ অভিযানে গত ছ’মাসেই গ্রেফতার হয়েছে অন্তত ২২ হাজার অবৈধ শ্রমিক। যদিও এতে বাংলাদেশি আটকের সংখ্যা কম। পাশাপাশি মালয়েশিয়ার নতুন সরকার আর কর্মী নেবে না এমন উড়ো খবরে আতঙ্কিত প্রবাসীরা। তবে এমন খবর ‘ভিত্তিহীন’ দাবি করেছেন, প্রবাসী কল্যাণমন্ত্রী ও বায়রা নেতা।
সম্প্রতি মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে মাহাথির মোহাম্মদের দল আবারো ক্ষমতা গ্রহণের পর, দেশটিতে শুরু হয়েছে নানা অভিযান। অবৈধ বিদেশী শ্রমিকদের ধরতে গত পহেলা জুলাই থেকে চলছে মেগা থ্রি নামে অভিযান। সেই সাথে মালয়েশিয়া সরকার আর কোন বাংলাদেশি শ্রমিক নেবে না– বাংলাদেশের কিছু গণমাধ্যমে এমন খবর প্রকাশে অস্থিরতা দেখা দিয়েছে জনশক্তি রপ্তানী বাজারে।
প্রবাসী কল্যাণমন্ত্রীর দাবি, যারা আটক হয়েছে, তাদের কেউই বৈধ ভিসায় মালয়েশিয়া যায়নি। অন্যদিকে, জনশক্তি রপ্তানীকারক প্রতিষ্ঠানদের সংগঠন বায়রা বলছে, একটি গোষ্ঠি মালয়েশিয়ার শ্রম বাজারকে অস্থিতিশীল করতেই ‘অপপ্রচার’ চালাচ্ছে। তবে সেখানে বাংলাদেশের শ্রম বাজার ধরে রাখতে প্রয়োজনে দেশটির নতুন সরকারের সঙ্গে নতুন চুক্তি করতে রাজি বলেও জানান, রুহুল আমিন স্বপন।