আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের অনুকূলে সরকারী যানবাহন অধিদপ্তর হতে সম্প্রতি বরাদ্দ দেয়া বিএমডব্লিউ গাড়িটি (ঢাকা-মেট্টো-ভ-১১-১৯৪৭) তিনি ফেরত দিয়েছেন।
বিএমডব্লিউ গাড়িটি প্রত্যাহার করে পূর্বের ব্যবহৃত গাড়িটি বরাদ্দ প্রদানে মঙ্গলবার (১৭ জুলাই) মন্ত্রীর দপ্তর হতে সরকারী যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার বরাবর পত্র প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের।
গাড়ি ফেরত দেয়ার কারণ জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের বলেন, ‘এটা মন্ত্রীর অভিপ্রায়।’