হত্যা ও মাদক চালানের সঙ্গে জড়িত থাকার দায়ে ৭ কারাবন্দির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। রাষ্ট্রীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই নাগরিক সৌদি আরবের, তিনজন চাঁদের নাগরিক। এদের বিরুদ্ধে সন্ত্রাস, মানুষ হত্যা, ধর্ষণ ও ডাকাতির অভিযোগ আনা হয়েছিল।
পাকিস্তানি এক গার্ডকে হত্যার দায়ে এ দণ্ড দেওয়া হয়। এ ছাড়া অন্য আরেক সৌদি নাগরিককেও হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। লেবাননের এক নাগরিককেও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সৌদি আরবে নেশাজাতীয় দ্রব্য ক্যাপ্টাগন পাচার করেন।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ৭৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরে সৌদি আরব শীর্ষ ৫ দেশের মধ্যে রয়েছে। তাদের অবস্থান তৃতীয়। সূত্র: খালিজ টাইম