উ. কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণে তাড়া নেই : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণে কোনো সময়সীমা নেই এবং এ প্রক্রিয়ায় তাড়াহুড়ারও কোনো প্রয়োজন নেই।

এর মাধ্যমে ট্রাম্প তার আগের বক্তব্য থেকে সরে আসলেন। কয়েক দিন আগেই ট্রাম্প বলেছিলেন, ‘উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ খুব দ্রুত শুরু হবে।’

গত ১২ জুন সিঙ্গাপুরে ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঐতিহাসিক সম্মেলনে মিলিত হন। সেখানে কোরিয়া উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণে সম্মত হন কিম জং উন। তবে সেটির জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।

সেই সম্মেলনের পর থেকে পরমাণু নিরস্ত্রীকরণে অগ্রগতি নেই বললেই চলে।

গত সপ্তাহে উত্তর কোরিয়া অভিযোগ করে, তাদেরকে পরমাণু নিরস্ত্রীকরণে যুক্তরাষ্ট্র ‘গ্যাংস্টারের মতো আচরণ’ করছে। পাশাপাশি তারা যুক্তরাষ্ট্রের মনোভাবকে ‘চরম সমস্যাসংকুল’ বলে অভিহিত করে।

মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘উত্তর কোরিয়ার সঙ্গে খুব সুন্দর আলোচনা চলছে এবং সেগুলো খুব খুবই ভালোভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের কোনো সময়সীমা নেই। আমাদের কোনো তাড়াও নেই।’

তিনি বলেন, ‘অবরোধ বলবৎ আছে। কোনো প্রকার পরীক্ষা হয়নি। গত নয় মাসে কোনো রকেট উৎক্ষেপণ হয়নি। আমি মনে করি, সম্পর্ক খুব ভালো আছে।’