বিশ্বের সবচেয়ে হিন্দু সম্প্রদায়ের দেশ ভারতকে চেনা হয়।এ দেশটিতে অন্যান্য সম্প্রদায়ের লোকজন রয়েছে তার মধ্যে অন্যতম মুসলিম ।ভারতে হিন্দু সম্প্রদায়ের পর সবচেয়ে জনসংখ্যা মসুলমানদের ।তবে এ দেশটিতে মুসলিমদের প্রতি অন্যায় করছেন দেশটির সরকার মুসলমাদের সবক্ষেত্রে নিজেদের অধিকার থেকে বঞ্চিত করছে।জানা গেছে
ভারতের ইসলামিক নেতা ও হায়দারাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি ভারতে সেনাবাহিনীতে মুসলমানদের সুযোগ না দেয়া প্রশ্ন তুলেছেন।তিনি বলেন, তারা এই সম্প্রদায়ের জন্য কোনো কাজই করেনি৷ শুধুই ভাঁওতা দিয়ে গিয়েছে৷
মুসলিমদের সঙ্গে বিজেপি অন্যায় করছে মন্তব্য করে তিনি তার নিজের যুক্তি তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ভারতীয় সেনাযবাহিনীতে মুসলিমদের সংখ্যালঘু পরিস্থিতি৷ শুধু সেনাবাহিনীতেই নয়, দেশের নিরাপত্তার কাজে যুক্ত প্রতিটি ক্ষেত্রে মুসলিমদের যোগদানের হার নগণ্য।
বিজেপিকে এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, বিএসএফ, ব়্যাপিড অ্যাকশন ফোর্স, আইটিবিপির মতো জায়গায় মুসলিমদের কোনো জায়গা নেই আর এ পরিস্থিতির জন্য তিনি বিজেপিকে দায়ী করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি এক প্রশ্ন করে বলেন, গত চার বছরে কোনো মুসলিম নিরাপত্তা কর্মী হিসেবে যোগ দেননি। যদি বিজেপির ক্ষমতা থাকে, তবে তাকে ভুল প্রমাণ করে দেখাক।
ওয়াইসি সাম্প্রতিক এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, বিজেপি শুধু ভাঁওতা দিয়ে মুসলিমদের উন্নয়নের কথা বলেন। এক হাতে কম্পিউটার ও অন্যহাতে কোরআন নেয়ার কথা বলে। কিন্তু কাজের কাজ কিছুই হয় না।
ওয়াইসি একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, মুসলিমদের জন্য কোনো চাকরি নেই, কোনো উন্নয়ন নেই। এসময় সিআইএসএফ-এ মুসলিমদের সংখ্যা ৩ দশমিক ৭ শতাংশ৷ সিআরপিএফ-এ ৫ দশমিক ৫ শতাংশ৷ রাপিড অ্যাকশন ফোর্সে সেই হার ৬ দশমিক ৯ শতাংশ মাত্র জন উল্ল্যেখ করে একটি পরিসংখ্যানও তুলে ধরেন।
তবে হায়দারাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসির এমন বক্তব্যে এখনো কোন মন্তব্য করেনি দেশটির সরকার।