বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ ছেড়ার পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। আর এই সিদ্ধান্তকে ক্লাবের ‘ঐতিহাসিক ভুল’ বলে মনে করছেন ক্লাবটির সাবেক সভাপতি রামন কালদেরন।
রোনালদো প্রসঙ্গে স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএসকে কালদেরন বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে, তারা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো একজন খেলোয়াড়কে বিক্রি করে দিয়েছে।’
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০০৯ সালে রিয়ালে এসে ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে ওঠেন রোনালদো। জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দু’টি লা লিগাসহ অসংখ্য শিরোপা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে করেন রেকর্ড ৪৫০ গোল। সবশেষ মৌসুমেও ক্লাবটির হয়ে ৪৪ গোল করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
রিয়ালের হয়ে দীর্ঘ নয় বছরের ক্যারিয়ারের ইতি টেনে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে চার বছরের চুক্তিতে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো।
পর্তুগাল অধিনায়ক স্বাস্থ্য পরীক্ষার আগে রবিবার তুরিনের ক্লাবে আসেন।
সূত্র: ওয়েবসাইট