বাবা বাংলাদেশ দলে ছেলে খেলছেন অস্ট্রেলিয়ায়

বাংলাদেশের প্রথম টেস্টের নায়ক দেশের পক্ষে প্রথম সেঞ্চুরিয়ান তিনি। শুধু তাই নয় বাংলাদেশের প্রথম টেকনিকালি পিওর ব্যাটসম্যান তিনি। তিনি টাইগার ক্রিকেটের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বুলবুলের ছোট ছেলে ডাক পেয়েছেন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৫ ইনডোর ক্রিকেট দলে।

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্ব কিশোর অনূর্ধ্ব-১৫ ইনডোর চ্যাম্পিয়নশিপ খেলবে মাহদি। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য দল ভিক্টোরিয়া একাদশের হয়ে নিয়মিত খেলে মাহদি। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৫ ইনডোর ক্রিকেটে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটোরি দলকে হারিয়ে শিরোপা জিতে নেয় ভিক্টোরিয়া একাদশ।

পুরো দলে মাহদি একমাত্র এশিয়ান বংশোদ্ভূত। প্রথম বাংলাদেশী হিসেবে সে এই দলে সুযোগ পেয়েছে। আইসিসির ম্যানেজার হিসেবে বর্তমানে মেলবোর্নে অবস্থান করছেন আমিনুল ইসলাম বুলবুল। ছেলের এই অর্জনে উচ্ছ্বাসীত বাবা। তিনি বলেন, ‘মাহদি অস্ট্রেলিয়ার হয়ে খেলছে, এটা ভীষণ আনন্দের। সুযোগ পেলে সে একদিন বাংলাদেশের হয়েও খেলবে। ক্রিকেটের প্রতি মাহদির ভালোবাসা আমার চেয়েও বেশি। ওর খেলা দেখে আমার কৈশোরের কথা মনে পড়ে যায়। ওর সাফল্যই আমার একমাত্র চাওয়া।’

বছর খানেক আগে এক সাক্ষাৎকারে মাহাদি বাংলাদেশ দলের জার্সিতে খেলার ইচ্ছা পোষণ করেন। অদর্শ হিসেবে নিজের বাবাকে মানেন আমিনুল পুত্র।