নিশ্চিত থাকুন, ভয়ের কোন কারণ নেই: কাদেরকে নজরুল

বিএনপি স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় এলে রক্তের গঙ্গা বয়ে যাবে, লাশের পাহাড় হবে বলে ওবায়দুল কাদের বক্তব্য দিচ্ছেন। ওনাদের এত ভয় কিসের?’

মঙ্গলবার বরিশাল প্রেসক্লাবের হলরুমে সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থী মজিবর রহমান সরোয়ারের সমর্থনে লেবার পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আপনারা নিশ্চিত থাকতে পারেন- ভয়ের কোন কারণ নেই। আপনাদের সাথে নিয়ে বিএনপিসহ ২০ দলীয় জোট দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

লেবার পার্টির বরিশাল মহানগর সভাপতি আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বরিশাল হলো বিএনপি’র ঘাঁটি। এখানে কোন ধরনের ডিজিটাল কারচুপির চেষ্টা করবেন না।

মতবিনিময় সভায় প্রধান বক্তা লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান আগামী ৩০ জুলাইয়ের সিটি নির্বাচনে ২০ দলীয় জোট মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করা আহ্বান জানান।

সভায় জাগপা’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিন, তাঁতী দলের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জাগপা বরিশাল মহানগর সভাপতি মাহবুব আলম মজুমদার, খেলাফত মজলিস বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক একেএম মাহবুব আলম ও বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে নজরুল ইসলাম খান ২০ দলীয় জোট প্রার্থী মজিবর রহমান সরোয়ারের সমর্থনে নগরীর সদর রোডে গণসংযোগ করেন।

সূত্র: বিডি-প্রতিদিন