সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসনে উদ্বাস্তু ৩৫ হাজার পরিবার

ইয়েমেনের উপকূলীয় শহর হুদায়দায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসনে ৩৫ হাজার পরিবার উদ্বাস্তু হয়েছে। জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক সমন্বয়কারীর দফতর এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলছে, ১৩ জুলাই পর্যন্ত প্রায় ৩৫ হাজার পরিবার উদ্বাস্তু হয়েছে এবং সৌদি জোট এখনো তুহাইতা ও জাবিদ এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে। এতে উদ্বাস্তু পরিবারের সংখ্যা বেড়েই চলেছে। তবে উদ্বাস্তু হওয়া ২০ হাজার পরিবার ত্রাণ সহযোগিতা পাচ্ছে।

জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক সংস্থা বলছে, বন্দরনগরীর পরস্থিতি কিছুটা উন্নতি হয়েছে এবং কিছু মানুষ তাদের ঘরবাড়িতে ফিরেছেন। এছাড়া দোকানপাট ও বেকারিগুলো খুলেছে। পাশাপাশি নগরীর পানি সরবরাহ লাইনের প্রধান পাইপলাইন মেরামত করায় পানি সরবরাহ ব্যবস্থারও উন্নতি হয়েছে।

তবে বিমানবন্দর ও সমুদ্রবন্দরের দিকে যাওয়ার রাস্তায় এখনো বালুর ঢিবি ও কংক্রিট ব্যারিয়ার পড়ে রয়েছে। ফলে এসব রাস্তা কার্যত বন্ধ রয়েছে। আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করে গত ১৩ জুন সৌদি নেতৃত্বাধীন জোট হুদায়দায় আগ্রাসন চালায়। ওই হামলায় প্রধান ভূমিকা রাখে সংযুক্ত আরব আমিরাত। পার্সট্যুডে।