ভারতের চেন্নাইতে একটি অ্যাপার্টমেন্টে ১১ বছর বয়সী এক শিশুকে মাসাধিককাল আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভবনটির নিরাপত্তারক্ষী সহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ, ওই শিশুটিকে কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করা হয়েছিল।
এদিকে পুলিশ বলছে, মেয়েশিশুটিকে ব্ল্যাকমেইল করা হয়েছিল। গ্রেপ্তারকৃতদের মধ্যে অ্যাপার্টমেন্টটির লিফটম্যান ও পানি সরবরাহকারীও রয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই-কে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই শিশুটি তার বড় বোনকে ঘটনাটির বিষয়ে অবহিত করে। পরে শিশুটির ওই বোন তার বাবা-মাকে এ বিষয়ে জানায়।
তিনি জানান, রবিবার শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেন।