জামিনের জন্য আবেদন করেছেন কারাগারে আটক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। একইসঙ্গে তার মেয়ে মরিয়ম নওয়াজ ও জামাতা মোহাম্মদ সফদারও জামিনের আবেদন করেছেন। খবর দ্য ডনের।
খবরে বলা হয়, জামিনের আবেদনের পাশাপাশি অ্যাভেনফিল্ড মামলা নিয়ে জাতীয় জবাবদিহিতা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন নওয়াজ, মরিয়ম ও সফদার।
কর্মকর্তারা জানিয়েছেন, সাতটি মামলায় নওয়াজ শরিফ আপিল করেছেন। তার পক্ষে আপিল করেন আইনজীবী খাজা হারিস। গত ৬ জুলাই আদালত দুর্নীতি মামলায় নওয়াজকে এক কোটি ডলার জরিমানাসহ ১০ বছর, মরিয়ম নওয়াজকে ২০ লক্ষ ৬০ হাজার ডলার জরিমানাসহ ৭ বছর এবং সফদারকে এক বছরের কারাদণ্ড দিয়েছিল। সফদারকে জরিমানা করা হয়নি।
জামিনের আবেদন নিয়ে মারিয়ামের আইনজীবী আমজাদ পারভেজ জানিয়েছেন, আদালতের রায় আইনসম্মত নয়। আমাদের বক্তব্য যুক্তিসম্মত। আশা করছি, দ্রুত বিচার পাব।