মতামত : ছেলেধরা বিষয়ে সচেতন হতে হবে

সমাজে ছেলেধরা, শিশু চুরি ঘটনা শোনা যায় । ছেলেধরা বা শিশু চুরির ঘটনা অনেকেই গুজব বা এটা কিছুই নয়, ভুয়া বিষয় বলে থাকেন । এবিষয়ে চুপ করে বসে থাকলে হবে না । “যা রটে তা কিছু বটে’ কারণ আমাদের সমাজ বিশেষ করে স্কুল, টিউশন, বাজার এলাকা থেকে শিশু, কিশোর-কিশোরী নিখোঁজ হয়ে থাকে । পরিবেশে এক শ্রেণির মানুষ মিশে আছে যারা শিশু, কিশোর-কিশোরীদের কিডন্যাপ করে খুন করে দিচ্ছে । কিডনি বা দেহের মূল্যবান অংশগুলো নিয়ে বেচাকেনা করে থাকে । অথবা শিশুকে কিডন্যাপ করে পরিবারের কাছে অর্থ আদায়ের জন্য ব্ল্যাকমেল করে । ছেলেধরা শ্রেণীর মানুষ ধরা পড়ে সমাজের মানুষের কাছে গণধোলাই খাচ্ছে । তবে ছেলেধরা শ্রেণীর মানুষ ধরা পড়ছে খুব কম । সমাজের মানুষের ভুলের কারণে কিছু নিরীহ মানুষ ছেলেধরা সন্দেহে গণপিটুনি খাচ্ছে । সন্দেহজনক ভাবে হঠাৎ করেই কাউকে ধোলাই দেওয়া এটাও মারাত্মক অন্যায় । ছেলেধরা বিষয়ে আমাদের সমাজ আতঙ্কিত হচ্ছে । ছেলেধরা বিষয়টা গুজব বলে উড়িয়ে দিলে এতে শিশু সমাজের ক্ষতি । প্রশাসনিক ভাবে পুরোটাই রোখার সাধ্য অথৈজলে কারণ ছেলেধরা এক প্রকার মানব চুরি । চোর চুরি করে যা উদ্ধার করতে পুলিশ-প্রশাসন রয়েছে তাই বলে কি চুরি একেবারেই বন্ধ হয়েগেছে ? তা কখনোই হয়নি । ছেলেধরা প্রসঙ্গে প্রশাসন প্রচারাভিযান চালালেও পুরোপুরি বন্ধ করা অসম্ভব মনে করি । তবে এবিষয়ে প্রশাসন ও সমাজকে সচেতন হতে হবে ।

মুন্সি দরুদ (কলম মানব)
বীরভূম, পশ্চিমবঙ্গ, ভারত