বিশ্বকাপের সব অর্থ দান করে দিচ্ছেন এমবাপ্পে

গতকাল শেষ হয়ে গেল রাশিয়া বিশ্বকাপের আসর।বিশ্বকাপ উত্তেজনা শেষ কিন্তু রেশ এখনো কাটেনি।দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল ফ্রান্স। রূপকথার মতো উত্থান হওয়া ক্রোয়েশিয়াকে ফাইনালে ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলে দিদিয়ের দেশমের শিষ্যরা। আর প্রথমবারের মতো ফাইনাল ওঠে রূপকথার চূড়ান্ত সমাপ্তি টানতে পারল না ক্রোয়েটরা। যে কারণে রানার্সআপ হিসেবেই সন্তুষ্ট থাকতে হলো দলটিকে।

শুধু মাঠের ভেতরেই নয় বরং বাইরের নায়কও কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের মাঝপথে ফ্রান্স তারকা ঘোষণা দিয়েছিলেন, এবারের আসর থেকে আয়কৃত অর্থ ও বোনাসের পুরো অংশটাই দাতব্য সংস্থায় দান করবেন। বিশ্বকাপ শেষ। ফ্রান্স চ্যাম্পিয়ন। আর এমবাপ্পেও নিজের দেয়া কথা রাখছেন। এবারের বিশ্বকাপে ম্যাচ প্রতি ২৯ হাজার ইউএস ডলার অনুযায়ী মোটে ২০৩ কোটি ডলার আয় হয় এমবাপ্পের। এছাড়া উইনিং দল হিসেবে আয় আরো ৩৫০ হাজার ডলার। আর যা চ্যারিটি সংস্থায় দান করে দিচ্ছেন ১৯ বছর বয়সী এমবাপ্পে।

বিশেষ চাহিদা-সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করে এমনই একটি সংগঠন ‘প্রিমিয়ারস ডি করদে’। সম্পূর্ণ মানুষের সাহায্যে চলা এই সংগঠনটির সাথে অনেক দিন ধরেই কাজ করে আসছেন এমবাপ্পে। এই দাতব্য সংস্থায় বিশ্বকাপ থেকে নিজের আয়কৃত সব টাকা দান করে দিবেন বলে জানিয়েছেন তিনি। ফ্রান্সকে শিরোপা জেতাতে সবচয়ে বড় ভূমিকা ছিলো এ মহানায়কের। তবে লড়াই করে হেরেছে ক্রেয়েশিয়া।এদিন ভাগ্য তাদের সহায় ছিলো না বলদখলের ৬২ভাগছিল ক্রেয়েশিয়ার এবং৩৮ ভাগ ছিলো ফ্রান্সের।