২০ বছরের মধ্যে তৃতীয়বার ফাইনালে ফ্রান্স

মঙ্গলবার বেলজিয়ামকে বিদায় করে রাশিয়ার বিশ্বকাপের ফাইনালে উঠেছে ফ্রান্স। এদিন সেন্ট পিটার্সবার্গে ‘ডার্ক হর্স’ বেলজিয়ামকে ১-০ গোলে হারায় তারা। এনিয়ে ২০ বছরের মধ্যে তৃতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে দলটি। যা একটি রেকর্ড। প্রথমবার ফাইনাল খেলার পর এত কম সময়ের মধ্যে আর কোন দেশ ৩ বার ফাইনালে উঠতে পারেনি।


দিদিয়ে দেশম ফ্রান্সের ইতিহাসের প্রথম কোচ যিনি দুইটি বড় টুর্নামেন্টের (ইউরো ২০১৬, বিশ্বকাপ ২০১৮) ফাইনালে উঠেছেন।

১৯৯৮ সালে প্রথমবার ফাইনালে খেলার পর সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে ফ্রান্স।
১৫
কিলিয়ান এমবাপে এদিন বেলজিয়ামের বিপক্ষে ১৫টি ড্রিবলিং করেছেন। যার মধ্যে ৭টিই ছিল সফল ড্রিবলিং। বিশ্বকাপে যা ফরাসি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।
১৯৯৮
১৯৯৮ সালের পর এই প্রথম একই বিশ্বকাপে ৩ জন ফরাসি ডিফেন্ডার (বেঞ্জামিন পাভার্ড, রাফায়েল ভারানে, স্যামুয়েল উমতিতি) গোল পেয়েছেন।

চলতি বিশ্বকাপে আঁতোয়া গ্রিজমান দলের হয়ে ৫টি গোলে (৩ গোল, ২ অ্যাসিস্ট) অবদান রেখেছেন। টুর্নামেন্টে একমাত্র ইংলিশ অধিনায়ক হ্যারি কেন তার চেয়ে এগিয়ে আছেন। হ্যারি আসরে সর্বোচ্চ ৬ গোল করেছেন।
৪২৫
ফরাসি ফরোয়ার্ড অলিভার জিরু বিশ্বকাপে ৪২৫ মিনিট (৭ ঘণ্টা) খেলে গোল মুখে একটি শটও নিতে পারেননি।
১৯৮৬
বেলজিয়াম বিশ্বকাপে প্রথম সেমি ফাইনাল খেলেছিল ১৯৮৬ সালে। সেবার ডিয়াগো ম্যারাডোনার আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছিল তারা। রাশিয়ায় দ্বিতীয়বারের মতো সেমি ফাইনালে খেলেছে দলটি।