অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৫ দলের হয়ে বিশ্বকাপ খেলবেন বুলবুলের ছেলে

দূর্ভাগ্য কার-আমিনুল ইসলাম বুলবুলের, নাকি বাংলাদেশের ক্রিকেটের? তা নিয়ে একটা বিতর্ক হতেই পারে। খালি চোখে আমিনুল ইসলামকে দূর্ভাগাই মনে হয়। কারণ ঘরের ছেলে হয়েও দেশে কদর, সমাদর মেলেনি। ক্রিকেটের সাথে জড়িত, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে ক্রিকেট উন্নয়ন কর্মকান্ডে সারা বিশ্ব চষে বেড়াচ্ছেন। অথচ নিজ দেশে ‘পরবাসী’ বুলবুল। বিদেশি ক্রিকেট কোচে সয়লাব বাংলাদেশ। জাতীয় দল, হাই পারফরমেন্স ইউনিট, একাডেমি ও অনূর্ধ্ব-১৯ দলে কতই না কোচের সমাহার!

বেশ কজন হাই প্রোফাইল, লো প্রোফাইল বিদেশি কোচ এখন রাজধানী ঢাকায়। কিন্তু সেই দলে ঘরের ছেলে বুলবুলের ঠাঁই হয়নি। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুলের ছোট ছেলে মাহদি ইসলাম অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছেন। অজি কিশোর দলের হয়ে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে (২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর) বিশ্ব কিশোর অনূর্ধ্ব-১৫ ইনডোর চ্যাম্পিয়নশিপ খেলতে যাবেন।

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৫ দল : মাহদি ইসলাম, ক্যাম্পবেল করিগ্যান, রেইলি মার্ক, এথান ফিটজপ্যাট্রিক, জর্ডান হেসলিন, টম কোয়াডে, স্যাম ওয়েটেরিং, জ্যাকব ভারস্টেগান, জাই লেমিরে, ডেক্লান ম্যাককম্ব, থমাস আইসন, তাহজ জনস্টন।