এমবাপেকে তার ক্লাবে স্বাগত জানিয়ে যা বললেন পেলে

১৯৫৮ সুইডেন বিশ্বকাপ। ১৭ বছর বয়সী পেলের ৬ গোল। ব্রাজিল প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন। ফাইনালে দুই গোল পেলের। টুর্নামেন্টে ৬ গোল। যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। অনেক রেকর্ড গড়েছিলেন টিনএজার হিসেবে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ। ফ্রান্স দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন। ১৯ বছর বয়সী কিলিয়ান এমবাপের মোট ৪ গোল। ফাইনালে একটি। টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও এমবাপের। তবে বিশেষ একটি ক্লাবে ৬০ বছর একাকিত্বে ভোগা পেলের সঙ্গী হলেন এই ফাইনালেই এমবাপে গোল করে। আর সেজন্য শতাব্দীর সেরা খেলোয়াড় ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে তার সেই ক্লাবে স্বাগত জানালেন ফরাসি সেনসেশন এমবাপেকে।

‘বিশ্বকাপ ফাইনালে মাত্র দ্বিতীয় টিনএজার হিসেবে গোল! এই ক্লাবে স্বাগত এমবাপে- কাউকে সাথে পেয়ে অসাধারণ লাগছে!’ রোববার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে এবারের ফাইনালে এমবাপের গোলের পর নিজের টুইটার অ্যাকাউন্টে এভাবেই এমবাপেকে বুকে টেনে নিলেন পেলে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি ৪-২ গোলে জিতে বিশ্বসেরার মুকুট মাথায় তুলেছে ফ্রান্স। এই ম্যাচের চতুর্থ গোলটি ৬৫ মিনিটের সময় করেছেন অমিত প্রতিভাবান এমবাপে। তাতেই হয়েছে নতুন ইতিহাস। মাত্র দ্বিতীয় টিনএজার হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করার কীর্তি এখন পিএসজির এই স্ট্রাইকারের।

১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে দুটি গোল করেছিলেন পেলে। তখন তার বয়স ১৭ বছর ৬ মাস। বিশ্বকাপের ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখনো রইলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। কিন্তু ৬ দশক পর ফাইনালে গোল করে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তার পরের জায়গাটিতে নাম লেখালেন এমবাপে। তার বয়স এখন ১৯ বছর ৮ মাস। পেলেও নিজের প্রথম বিশ্বকাপটি জিতেছিলেন টিনএজার হিসেবে, তার পাশে দাঁড়ানো এমবাপেও এখন টিনএজার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন।

এর আগে অবশ্য আর্জেন্টিনার বিপক্ষে গোল করে পেলের পর নক আউট পর্বে গোল করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েছিলেন এমবাপে। আর এবার যেটি করলেন সেটি তো ৬০ বছর পর কেউ করে দেখালো। পেলে-এমবাপে ক্লাবের তৃতীয় সদস্য মিলবে কবে? জবাব দিতে পারে সময়।