যখন প্রবাশীদের লিষ্টে নিজের নামটি লিখা হয় নি তখন ভাবতাম, বিদেশে যারা থাকে? তাদের কোনো টাকার অভাব নাই! প্রবাসীরা অনেক সুখী অনেক বিলাসী, তাদের কোনো দুঃখ নেই?
প্রবাসীদের পরিবার ও অনেক জমজমাট ভাবে শৌখিনতা করে। যাদের বাবা কিংবা ভাই বিদেশ থাকে? তাদের হাতে রং বেরঙের ঘড়ী থাকে, অনেক দামি মোবাইল ইউজ করে, ল্যাপটপ ব্যাবহার করে, মোটর বাইক কিনে, ফাইভ স্টার হোটেলে গিয়ে ডিনার করে, বার্থডে পার্টি করে।
প্রবাসীদের ছেলে -মেয়েদের জীবনের যত সখ আছে.? সব তারা পূরণ করে নেয়। (প্রবাসে গিয়ে সেই ভুলটা আমার ভেঙ্গে যায়, সেই সময় থেকেই প্রবাশীদের প্রতি আমার ভালবাসাটা একটু বেশী) কিন্তু ঐ প্রবাসীর ছেলে-মেয়ে কিংবা ভাই বোনরা এইটা চিন্তা করে না, যে:- টাকা গুলা আসলো কোথায় থেকে?
যে মানুষটা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে, ঈদের দিনেও ডিউটি, সারা বছর কম্পানির ডিউটি করার পরে ঈদের যে ছুটি মিলে সেই দিনও ছাড় নেই, ডিউটি অার ডিউটি, নিজের সুখ গুলাকে বিসর্জন দিয়ে, দূর প্রবাসে পড়ে আছে,! আমার কি তা একটিবারের জন্যও ভাবতেছি.? তার কোন সুখে দিন কাটছে, সে কেমন আছে? কি খেয়েছে? কোথায় ঘুমাইছে, কেউ তা জিজ্ঞেস করে না।
এখন নিজে যখন প্রবাসীদের তালিকায় নাম লিখলাম, তখন বুঝতে পারছি? প্রবাসীরা কি সুখে জীবন পার করে, রাতে কি ভাবে ঘুমায়, কি খায়, কি পরে,!