ফ্রান্সে একদিকে বিজয় উৎসব অন্যদিকে লুটপাট (ভিডিও)

পর্দা নামলো ফিফা বিশ্বকাপের ২১তম আসরের। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফাইনালের শিরোপা জয়ের পর উৎসবের নগরীতে রুপ নিয়েছিলো ফ্রান্সের অলিগলি। রবিবার ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে ১৯৯৮ সালের পর দ্বিতীয় বারের মত শিরোপা জিতলো ফরাসিরা। স্বাভাবিক ভাবেই এমন দিনে জয়ের উল্লাসে মেতে উঠবে গোটা ফ্রান্স।

কিন্তু এই উল্লাস যে এতবড় বিপদ ডেকে আনবে সেটা কে জানতো। বিজয় উৎসবের দিনে ফরাসি সমর্থকরা লুটপাট করতে মাতোয়ারা হয়ে উঠেন।

এদিন ফ্রান্সের জয় দেখতে হাজার মানুষ জড়ো হয় চ্যাম্পস-এলিসি’তে। আইফেল টাওয়ারে জমায়েত হয়েছিলেন প্রায় ৯০ হাজার মানুষ। চারটি বড় পর্দায় সেখানে খেলা দেখার আয়োজন করা হয়েছিল। কিন্তু জয়ের পর আতশবাজির শহর প্যারিস রুপ নেয় ভয়ঙ্কর ভাবে।

সমর্থকদের উল্লাস রুপ নেয় পুলিশের সঙ্গে সংঘর্ষে। এমনকি এই সুযোগে একদল সমর্থক স্কি মাস্ক পরে প্রবেশ করে পাবলিসিজ ড্রাগস্টোরে। সেখান থেকে ওয়াইন, শ্যাম্পেনের বোতল নিয়ে বেরিয়ে এসে যোগ দেয় উৎসবে।

এতেই শেষ নই! এরপরেই শুরু হয় তাদের আরেক কান্ড। মদের বোতল ছুঁড়তে থাকে পুলিশের দিকে। সেটা নিয়ন্ত্রণে আনতে পুলিশও কাঁদানে গ্যাস ছুঁড়ে। জাতীয় পতাকার তিন রং সবুজ, সাদা ও লালের সমন্বয়ে তৈরি স্মোক বোমাও ছুঁড়েছে উত্তাল সমর্থকরা। পরে সমর্থকদের বিশৃঙ্খল এ আচরণ ঠেকাতে কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে পুলিশ। পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশও ঠান্ডা হয়।

প্যারিস ছাড়াও ফ্রান্সের অন্য শহরে এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফ্রান্সের স্থানীয় পত্রিকা দ্য লোকাল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ফ্রান্সের বিজয় উল্লাসের দিনে এ ধরনের সংঘর্ষ প্যারিসের বাহিরে অন্যান্য শহরেও হয়েছে। এতে ৫০ জনের মতো আহত হয়েছেন। তিনজনের অবস্থা গুরুতর।

এছাড়াও বিজয় উদযাপনের সময় মারা যান দুই ফরাসি সমর্থক। তাদের একজন উদযাপনের সময় দ্রুতগামী গাড়ি নিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা গেছেন। অন্যজন পুলিশের সংঘর্ষের সময় মারা যান।