ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়াতে এক ব্যক্তি কুমিরের আক্রমণে নিহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী প্রতিশোধ হিসেবে ওই গ্রামের একটি কুমির প্রজনন কেন্দ্রের প্রায় ৩০০ কুমিরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে।
বার্তা সংস্থা আনতারার প্রকাশিত ছবিতে দেখা গেছে, সরং জেলার ওই খামারটিতে রক্তাক্ত মৃত কুমিরের স্তুপ পড়ে আছে।
পশ্চিমা পাপুয়ার প্রাকৃতিক সম্পদ রক্ষা সংস্থার প্রধান বাসার মানুলাং জানিয়েছেন, ৪৮ বছরের ওই ব্যক্তি তার গবাদি পশুর জন্য ঘাস সংগ্রহ করতে গিয়েছিলেন। এক কর্মচারী আর্তচিৎকার শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যেয়ে দেখতে পায় একটি কুমির ওই লোকের ওপর হামলা চালিয়েছে।
শনিবার ওই লোকটির দাফনের পর গ্রামবাসী কুমিরের খামারটিতে হাতুড়ি, ছুরি ও লাঠিসোঠা নিয়ে প্রবেশ করে এবং ২৯২টি কুমির হত্যা করে।
বাসার মানুলাং জানান, ২০১৩ সালে লোনাপানির ও নিউ গিনির কুমির সংরক্ষণ ও প্রজণনের জন্য খামারটিকে লাইসেন্স দেওয়া হয়েছিল। কুমিরগুলো যাতে স্থানীয়দের কোনো ক্ষতি করতে না পারে নিশ্চিত করা লাইসেন্সের পূর্বশর্ত ছিল।