পাকিস্তানি মেয়েদের রেসিং কার তৈরি

পাকিস্তানের ইসলামাবাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এনইউএসটি) মেয়ে শিক্ষার্থীদের একটি টিম স্টুডেন্ট ফরমুলা কমপিটিশনের জন্য সিঙ্গেল সিটার ফরমুলা কার তৈরি করেছে।

পাকিস্তানে এই প্রথম কোনো মেয়ে শিক্ষার্থীদের টিম আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য রেসিং কার তৈরি করেছে। এই প্রতিযোগিতায় আরও অংশগ্রহণ করে আইআইটি বোম্বে রেসিং টিম।

চলতি মাসের ১৩ থেকে ১৫ জুলাই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়।

এই ফরমুলা প্রতিযোগিতায় সবসময়ই বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সিঙ্গেল সিটের রেসিং কার তৈরি করেন।

যুক্তরাজ্যের সিলভারস্টোন সারকিটে আয়োজিত এই প্রতিযোগিতায় রেসিং কারগুলো মূল্যায়ন করা হয় গাড়ির জ্বালানি, দীর্ঘস্থায়িত্ব, গতি ও ডিজাইনের ওপর ভিত্তি করে।

জানা গেছে, ১৫ জন পাকিস্তানি মেয়ে শিক্ষার্থীর একটি দল ‘টিম অাউজ’ কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছাড়াই গাড়িটি তৈরি করে। টিম আউজ এবারের প্রতিযোগিতায় ‘স্পিরিট অব এফএস’ অ্যাওয়ার্ডটি জিতে নেয় এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য স্ট্যান্ডিং অভিয়েশন পায়।