এসএসসি পরীক্ষা প্রস্তুতি

পদার্থবিজ্ঞান

ড. মো. মনসুর আলী, প্রভাষক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ সাভার, ঢাকা

১৭. সরল দোলকের গতি কোনটি?
ক) সাম্য খ) অসাম্য বল গ) অভিকর্ষীয় ঘ) মহাকর্ষীয়

18. 20kgms-1 ভরবেগের কোন 20kg বস্তুর বেগ হতে পারে?
ক) 1ms-1 খ) 2ms-1 গ) 3ms-1 ঘ) 4ms-1

১৯. ভরবেগের একক—
ক) J খ) W গ) kgms-1 ঘ) N

২০. ভরবেগের মাত্রা—
ক) LT-1 খ) LT-2

গ) MLT-1 ঘ) MLT-2

২১. প্রযুক্ত বল গতিশীল বস্তুর কোনটি পরিবর্তন করে না?
ক) বেগ খ) আকার

গ) গতির দিক ঘ) ভর

২২. বস্তুর ক্ষণস্থায়ী পরিবর্তনকে কাজে লাগিয়ে কোনটি হয়?
ক) শক্তির শোষণ খ) শক্তির মজুদ গ) ক ও খ ঘ) একটি ও না

২৩. নিউটনের ২য় সূত্র দ্বারা কি মাপা যায়?
ক) ত্বরণ খ) বল

গ) বেগ ঘ) ভরবেগ

24. 10N বল হবে যদি 1ks ভরের বস্তুর ওপর কত ত্বরণ হবে?
ক) 10ms-2 খ) 1ms-2 গ) 2ms-2 ঘ) 5ms-2

২৫. ভর স্থির রেখে বলকে 10 গুণ বাড়ালে ত্বরণ বাড়ে—
ক) 5 গুণ খ) 20 গুণ গ) 10 গুণ ঘ) 30 গুণ

২৬. ক্রিয়া-প্রতিক্রিয়া বল কয়টি বলের মধ্যে হয়?
ক) ১ টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি

২৭. কোনটি বন্দুকের 10 ভরবেগ নিয়ে পিছনে ধাক্কা দিলে সম্মুখ বেগ হবে?
ক) +10 খ) -10 গ) 20 ঘ) 80

২৮. একটি পিস্তল থেকে 300ms-1 বেগে 30kg ভরের একটি গুলি ছোড়া হলো। পিস্তলের ভর 3ks হলে এর পশ্চাদ বেগ কত?
ক) 2.5ms-1 খ) 3ms-1 গ) 4ms-1 ঘ) 2ms-1

29. 100kg বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে 10ms-2 ত্বরণ হবে?
ক) 1N খ) 10N গ) 15N ঘ) 20N

৩০. বেগ 4 গুণ করলে গতিশক্তি কত হবে?
ক) 4 গুণ খ) 16 গুণ গ) 2 গুণ ঘ) 32 গুণ

উত্তর:১৭ খ, ১৮ ক, ১৯ গ, ২০ গ, ২১ ঘ, ২২ গ ২৩ খ ২৪ ক, ২৫ গ, ২৬ খ ২৭ খ ২৮ খ ২৯ খ, ৩০ খ