গোল! দেখুন ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া ম্যাচের ফলাফল

জমজমাট লড়াই শেষে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল ফ্রান্স। ক্রোয়েশিয়ার আত্মঘাতী গোলে শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স। ১৮তম মিনিটে এই আত্মঘাতী গোলটি করেন মারিও মানজুকিচ। ডি-বক্সের কাছাকাছি জায়গায় ফ্রি-কিক পায় ফ্রান্স। ফ্রি-কিকটি নেন অ্যান্তোনি গ্রিজম্যান। ফ্রি-কিক থেকে উড়ে আসা বল হেড করে ক্লিয়ার করে দিতে চেয়েছিলেন মারিও মানজুকিচ। কিন্তু বলটি চলে যায় জালে।

আত্মঘাতী গোলে পিছিয়ে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই ম্যাচে ১-১ সমতা আনে ক্রোয়েশিয়া। ২৮তম মিনিটে গোলটি করেন ইভান পেরিসিচ। ফ্রি-কিকের সূত্র ধরে গোলটি করে ক্রোয়েশিয়া। ডি-বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত শটে বল জালে পাঠান পেরিসিচ। ৩৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন অ্যান্তোনি গ্রিজম্যান।

কারা হবে রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন। ফ্রান্স না ক্রোয়েশিয়া? সেই উত্তর মিলবে কিছুক্ষণ পর। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে বাংলাদেশ সময় রাত নয়টায় মাঠে নেমেছে ফ্রান্স ও ক্রোয়েশিয়া।

ম্যাচের স্কোরকার্ড- এ পর্যন্ত ৭০ মিনিটের খেলা শেষে ম্যাচের ফলাফল : ফ্রান্স ৪ ক্রোয়েশিয়া ২ । ওউন গোলটি করেছেন ক্রোয়েশিয়ার মানজুকিচ। নিজেদের জালে নিজেরাাই গোলটি দিয়েছে ক্রোয়েশিয়া। ২৮ মিনিটে পেরেছিচের গোলে সমতায় ফিরে আসে ক্রোয়েশিয়া। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে ফ্রান্সের হয়ে ২য় গোলটি করেন গ্রিজম্যান। ফ্রান্সের হয়ে ৩য় গোলটি করেন পগবা। ৬৫ মিনিটে ফ্রান্সের হয়ে ৪টি (হালি) গোল পূর্ণ করেন এমবাপ্পে। ৬৯ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে ২য় গোলটি করেন মানজুকিচ।