বিশ্বকাপের তৃতীয় হয়ে কত টাকার পুরস্কার পাবে বেলজিয়াম?জানলে চমকে যাবেন

একবারে শেষ প্রান্তে চলে এসছে রাশিয়া ফুটবল বিশ্বকাপ। এরি মধ্যে ৩২ দলের মধ্যে থেকে ফাইনালে স্থান করে নিয়েছে ২ টি দল,এক হচ্ছে ফ্যান্স অপরটি দলটি হচ্ছে ক্রোয়েশিয়া।গতকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামে বেলজিয়ম বনাম ইংল্যান্ড।
গ্রুপ লিগে প্রথম সাক্ষাতে ১-০ ব্যবধানে হারানোর পর এবার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচেও ইংল্যান্ডের বিপক্ষে জয়ের দেখা পেল বেলজিয়াম। সেই সঙ্গে বিশ্বকাপে প্রথমবার প্রথম তিন অর্জন করলো দলটি৷ এর আগে ১৯৮৬ সালে চতুর্থ স্থানে বিশ্বকাপ শেষ করেছিল বেলজিয়াম।
শনিবার (১৪ জুলাই) সেন্ট পিটার্সবার্গে ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় বেলজিয়াম। ৪ মিনিটে নাসের চাডলির নিচু পাশ থেকে অনবদ্য গোল করেন ডিফেন্ডার থমাস মিনিয়ের। শুরুতে গোল খেলেও তৃতীয়স্থানের জন্য লড়াই করতে ছাড়েনি কেনব্রিগেড। ম্যাচের প্রথমার্ধে দুই দলের মধ্যে বিশ্বকাপ সুলভ “কাঁটে কা টক্কর” দেখা গেল মাঠে। বল পোজিশান এবং পাসিংয়ে এগিয়ে থেকেও প্রথমার্ধে গোলমুখ খুলতে ব্যর্থ থাকে ইংল্যান্ড। বেশ কয়েবার গোল লক্ষ্য করে শট নিলেও প্রথমার্ধে বিপক্ষের জালে বল জড়াতে পারেননি কেনরা। ১-০ ব্যবধানে ম্যাচের প্রথমার্ধ শেষ। দ্বিতীয়ার্ধে ৮২ মিনিটে হ্যাজার্ডের গোলে ব্যবধান বাড়ায় বেলজিয়াম।

দ্বিতীয়ার্ধেও অনেকবার বল নিয়ে বেলজিয়ামের রক্ষণ ভাঙেন কেনরা কিন্তু ওই পর্যন্তই। গোল আসেনি শেষমেশ। ব্রিটিশ মিডফিল্ডার এরিক ডায়ার দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে একটি দারুণ সুযোগ মিস করেন। কেনরা না পারলেও প্রশংসার দাবী রাখেন ব্রিটিশ গোলকিপার পিকফোর্ড। বেলজিয়াম ফুটবলার এবং ইংল্যান্ডের জালের মাঝে পিকফোর্ড না আসলে আরও বড় ব্যবধানে হারত ইংল্যান্ড। তৃতীয় হয়ে বিশ্বকাপ মঞ্চ থেকে প্রায় ২ কোটি ৪০ লক্ষ ডলারের পুরস্কারমূল্য নিশ্চিত করল বেলজিয়াম। চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের ঝুলিতে আসতে চলেছে প্রায় ২ কোটি ২০ লক্ষ ডলার।

শনিবারের লড়াইটা বেলজিয়াম বনাম ইংল্যান্ডের পাশাপাশি রোমেলু লুকাকুর বনাম হ্যারিকেনের মধ্যেও ছিল। গোল্ডেন বুটের লড়াইয়ে ছিলেন এই দুই ফুটবলার কিন্তু সেন্ট পিটার্সবার্গে এই দুই খেলোয়াড়ের কেউই গোল মুখ দেখেননি।

বেলজিয়ামের হয়ে দুটি গোল করেন থমাস মুনিয়ের এবং এডেন হ্যাজার্ড। ৪ মিনিটে মুনিয়েরের গোলে এগিয়ে গিয়েছিল বেলজিয়াম। ৮২ মিনিটে ব্যবধান বাড়িয়ে ২-০ করেন হ্যাজার্ড। কেভিন ডি ব্রুয়েনের পাশ থেকে গোল করেন হ্যাজার্ড।