সৌদিতে আকামা থাকার পরেও প্রবাসীদের আটক করছে পুলিশ!

সৌদিতে আকামা থাকার পরও পুলিশ ধরছে কেন? জেনে নিন পুলিশ থেকে বাঁচার উপায় ! বাংলাদেশী প্রবাসীদের কোনই দাম নেই সৌদি আরবে। সৌদি আরব সরকার পুতুলের মত ছেলেখেলা করছে প্রবাসীদের নিয়ে ।

অনেক প্রবাসীর কাছে বৈধ আকামা থাকার পরও পুলিশ তাদের আটক করছে বলে অনেক প্রবাসী অভিযোগ করেছেন।কিন্তু কেন এমনটা হচ্ছে? কারণ, পুলিশ নিশ্চিত হতে চায়, আপনি কফিলের কাজই করছেন এবং যে পেশার লোক সে কাজই করছেন । বিভিন্ন কাজের সাইট, বিভিন্ন আজনবীদের ঘনবসতি এরকম এলাকা থেকে, বাসায় বাসায় তল্লাশি করে, আকামহীন লোকদের সঙ্গে আকামা থাকা লোকজনকেও ধরা হচ্ছে বলে, বেশ কিছু খবর আমরা প্রতিদিন পাচ্ছি ।

যাচাই বাচাই করে তাদের আবার ছেড়েও দেয়া হয়, কফিলের সহযোগিতায় । কফিল দ্রুত যোগাযোগ করতে পারলে, আকামাধারীদের ছেড়ে দেয়া হয় । তাই বিশেষজ্ঞদের পরামর্শ, আপনার কফিলের কাছাকাছি, একই শহরে থেকে কাজ করবার চেষ্টা করুন ।তবে, কফিলের কাজ ছাড়া অন্য কাজে পেলে, আকামার পেশা ছাড়া অন্য পেশাতে কাজ করতে পেলেও মোটা অংকের জরিমানার সম্ভাবনা রয়েছে। সুতরাং বুঝে শুনে চলুন।