২০১৮ নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিবে যে ‘১০ টি দেশ’

আগামী নভেম্বরে উইন্ডিজে বসছে নারী বিশ্বকাপ টি-টুয়েন্টির আসর। দশ দলের এই টুর্নামেন্টে র‍্যাংকিংয়ের প্রথম আট দল আগেই বিশ্বকাপ নিশ্চিত করলেও নেদারল্যান্ডসে বাছাইপর্বের মাধ্যমে নিশ্চিত হয়েছে বাকি দুই দল। সেই দুই দল হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনালে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে বাংলাদেশ। অন্যদিকে পাপুয়ানিউগিনিকে হারিয়ে মূলপর্ব নিশ্চিত করে আয়ারল্যান্ডের মেয়েরাও।

চলুন দেখে নেয়া যাক বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ১০ দল কারা :

১. বাংলাদেশ২.অস্ট্রেলিয়া৩.নিউজিল্যান্ড৪.ভারত৫. পাকিস্তান৬. শ্রীলঙ্কা৭.ইংল্যান্ড৮.দক্ষিণ আফ্রিকা৯.উইন্ডিজ১০. আয়ারল্যান্ড।