স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির জুভেন্টাসে পাড়ি জমাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সেখানে গেলে গ্রেফতার হতে পারেন এই পর্তুগিজ তারকা। কারণ, তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ রয়েছে।
গত মাসে রোনালদোর বিপক্ষে কর ফাঁকির অভিযোগ প্রমাণিত হয়। এরপর স্প্যানিশ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করে। সেই আর্থিক জরিমানার পরিমাণ ১৮.৮ মিলিয়ন ইউরো।
রোনালদো অবশ্য আগেই বলেছিলেন, ইতালিতে যাওয়ার আগে তিনি জরিমানার সব অর্থ পরিশোধ করে যাবেন।
সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুমেই জুভেন্টাসে পা রাখার কথা রয়েছে রোনালদোর। কিন্তু এমন সময়েই স্প্যানিশ অর্থ মন্ত্রালয় জানিয়ে দিল, কর পরিশোধ না করে যদি রোনালদো স্পেন ছাড়েন তাহলে ইতালিতে গিয়েও গ্রেফতার হবেন তিনি। কারণ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঘোষণা করা হবে।
এ প্রসঙ্গে স্প্যানিশ অর্থ মন্ত্রালয়ের জেনারেল সেক্রেটারি মারিয়া মলিনেদো বলেন, ‘জুভেন্টাসের সঙ্গে রোনালদোর চুক্তির মাধ্যমে তার কর সংক্রান্ত জটিলতা শেষ হবে না। ইতালিতে গেলেও তিনি গ্রেফতার হতে পারেন।’
সূত্র: মার্কা