বল হাতে বিদেশের মাটিতেও উজ্জ্বল মিরাজ

নিজের টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন মেহেদি হাসান মিরাজ। গতকাল জ্যামাইকাতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট তুলে নেন এই ডানহাতি অফ স্পিনার।

কাঁধের ইনজুরি থেকে সেরে উঠেছেন বেশিদিন হয়নি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কতটা মেলে ধরতে পারবেন সেটি নিয়ে ছিল শঙ্কা। শঙ্কা-সন্দেহকে বুড়ো আঙুল দেখিয়ে জ্যামাইকায় চমক দেখালেন মেহেদী হাসান মিরাজ। অভিষেক টেস্টে ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়া এই অফস্পিনার প্রথমবার বিদেশের মাটিতে শিকার করলেন ৫ উইকেট।

টেস্টের প্রথম দিনে ৩ উইকেট নিয়েছিল মিরাজ। গতকাল উইন্ডিজ শিবিরে জোড়া আঘাত হানলেন মিরাজ। পর পর দুই বলে দুই উইন্ডিজ ব্যাটসম্যান কেমো পল ও মিগুয়েল কামিন্সকে শূন্য রানে বিদায় করেন তিনি। এটিই ছিল মিরাজের পঞ্চম উইকেট।

এর আগে, ৪ উইকেটে ২৯৫ রান নিয়ে প্রথম দ্বিতীয় দিন শুরু করে উইন্ডিজ।

এছাড়া প্রথম দিনের শুরুতেই মিরাজের ঘূর্ণিতে দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। দ্রুত ডেভন স্মিথ কাইরিন পাওয়েলকে হারালেও আরেক ওপেনার ব্র‍্যাথওয়েথ ঠিকই তুলে নেয় ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। ৯ টি চারে ২৭৯ বলে ১১০ রানের দারুণ ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান।