নেইমারকে কোন প্রস্তাব দেয়ার ইচ্ছা আমাদের ক্লাবের নেই: রিয়াল মাদ্রিদ

ক্রিস্টিয়ানো রোনালদোকে বিক্রির পর থেকেই জোরালো আলোচনা শুরু হয়, নেইমারকে দলে নিতে উঠেপড়ে লেগেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু শুক্রবার এক বিবৃতিতে এই ধরনের যেকোনো এবং সব দাবি প্রত্যাখ্যান করেছে লস ব্ল্যাঙ্কসরা। চলতি মাসে নেইমারকে নিয়ে দ্বিতীয়বার বিবৃতি দিল ক্লাবটি। বিবৃতিতে বলা হয়, ‘পিএসজি, নেইমার এবং আমাদের ক্লাব রিয়াল মাদ্রিকে জড়িয়ে যেসব রিপোর্ট হচ্ছে, সেটা আমরা পরিষ্কার করতে চাই। ওই খেলোয়াড়ের জন্য কোনো প্রস্তাব দেয়ার ইচ্ছা আমাদের ক্লাবের নেই।

বিবৃতিতে আরো বলা হয়, পিএসজি ও রিয়াল দুটি ক্লাবই একটি চমৎকার সম্পর্ক উপভোগ করছে। রিয়াল যদি এই ধরনের কোনো পর্যায়ে (খেলোয়াড় কেনা) যায় তাহলে তারা প্রথমে ক্লাবের (পিএসজি) সঙ্গেই যোগাযোগ করবে।

নেইমারের ব্যাপারে চলতি মাসে দ্বিতীয়বার বিবৃতি দিল রিয়াল। জুলাইয়ের ২ তারিখে দেয়া এক বিবৃতিতে নেইমারকে দলের আনার ৩১০ মিলিয়ন ইউরোর খবর নাকচ করে তারা।