সোমবার পদত্যাগ করছেন সাম্পাওলি ?

অবশেষে যা আশঙ্কা করা হয়েছিল তাই হলো। আর্জেন্টিনার কোচ হিসেবে আর থাকছেন না হোর্হে সাম্পাওলি। হোর্হে সাম্পাওলি আর্জেন্টিনা দলের কোচের পদ থেকে পদত্যাগ করছেন। আগামী সোমবার আনুষ্ঠানিক ঘোষনা আসতে পারে।আর্জেন্টিনার জনপ্রিয় দৈনিক মুন্ডু আলবিসেলিস্তের রিপোর্ট মোতাবেক দুই পক্ষের সমঝোতা হওয়ায় সাম্পাওলিকে ২০ মিলিয়ন ডলার দেওয়া লাগবেনা। তবে ২ মিলিয়ন ডলারের থেকে একটু কম টাকা দিতে হবে।

এর আগে গত মঙ্গলবার আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লডিও টাপিয়া ও সহ-সভাপতি ড্যানিয়েল আনজেলকি বৈঠক করে সাম্পাওলিকে জানিয়ে দেন বোর্ড তাকে রাখছেন না। এদিকে, এএফএ সভাপতি ক্লডিও টাপিয়া ব্যক্তিগতভাবে গ্যালার্দোকে চায়। আর তিনি এটাও জানেন দিয়াগো সিমিয়নে ও পচেত্তিনো কখনও দায়িত্ব নেবেন না।

এছাড়াও সহ-সভাপতি ড্যানিয়েল আনজেলকি বলেন, ‘সাম্পওলিকেই বিশ্বকাপ ব্যর্ততার জন্য দায়িত্ব নিতে হবে। একজন কোচ যিনি সর্বদা মেসির জাদুর ওপর নির্ভর করেন একটি ভালো দল গঠন না করে, এমন ব্যক্তিকে দায়িত্ব নিযুক্ত করা উচিত হয়নি। সে দলকে ভালোভাবে পড়তে জানে না। সবচেয়ে বড় বড় বিষয় সে মেসি এবং দিবালাকে একসঙ্গে খেলালোই না!টিএনটি স্পোর্টস