এপর্যন্ত গোল্ডেন বল জয়ের দৌড়ে এগিয়ে যারা

বিশ্বকাপে চ্যাম্পিয়ন, রানার্স-আপ হওয়া ছাড়াও খেলোয়াড়দের সুযোগ থাকে কিছু ব্যক্তিগত পুরস্কার জেতার। গোল্ডেন বল, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লোভ, সেরা উদীয়মান খেলোয়াড় হচ্ছে উল্লেখযোগ্য। গোল্ডেন বুট জয়ের দৌড়ে ইংল্যান্ডের হ্যারি কেন, লুকাকুরা এগিয়ে থাকলেও গোল্ডেন বল কে পাবেন সেটা নিশ্চিত করা বলা যাচ্ছে না।

তবে পারফর‌ম্যান্স বিবেচনায় কয়েকজনকে এগিয়ে রাখা যায় বলে রাইজিংবিডির প্রতিবেদন। তাদের প্রতিবেদন অনুযায়ি, সেই তালিকায় সবার উপরে থাকবেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। যিনি তার দেশকে প্রথমবারের মতো ফাইনালে তুলেছেন। ফ্রান্সের আক্রমণভাগের খেলোয়াড় কালিয়ান এমবাপে, বেলজিয়ামের অধিনায়ক ইডেন হ্যাজার্ড ও ফ্রান্সের আরেক ফরোয়ার্ড অ্যান্তোনিও গ্রিজমানকেও রাখা যায় সম্ভাব্যদের তালিকায়।

লুকা মদ্রিচ:
লুকা মদ্রিচ বিশ্বকাপে দুটি গোল করেছেন। রয়েছে একটি অ্যাসিস্টও। আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপপর্বে দুর্দান্ত এক গোল করেছিলেন। রাশিয়ার বিপক্ষেও দারুণ খেলেছেন তিনি। ভালো খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালেও। তার নেতৃত্বে প্রথমবারের মতো ক্রোয়েশিয়া উঠেছে বিশ্বকাপের ফাইনালে। ৬ ম্যাচে ৬০৪ মিনিট খেলেছেন। ৬৩ কিলোমিটার দৌড়েছেন। দলকে নেতৃত্ব দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে নিয়ে আসায় ও দারুণ খেলায় গোল্ডেন বল তার হাতে ওঠার সম্ভাবনা বেশি।

অ্যান্তেনিও গ্রিজমান:
কেবল ফাইনালিস্ট দলের খেলোয়াড় হিসেবে নয়, তার পারফরম্যান্সও গোল্ডেন বল জয়ের দৌড়ে রেখেছে তাকে। পুরো মাঠ দাবড়িয়ে খেলা গ্রিজমান এ পর্যন্ত ৩টি গোল করেছেন। দুটি করেছেন পেনাল্টি থেকে। একটি বক্সের বাইরে থেকে। অ্যাসিস্ট করেছেন দুটি গোলে। ৬ ম্যাচে তিনি ৪৮০ মিনিট খেলেছেন। ৫৪.৯ কিলোমিটার দৌড়েছেন। তার মধ্যে বল পায়ে দৌড়েছেন ২১.৯ কিলোমিটার। পাস দিয়েছেন ২১৫টি। অ্যাটেম্পট নিয়েছেন ১৯টি। তাই গোল্ডেন বল জয়ীদের সম্ভাব্য তালিকার শুরুর দিকেই রাখতে হচ্ছে তাকে।

কালিয়ান এমবাপে:
ফ্রান্সের আরেক তারকা কালিয়ান এমবাপেও আছেন গোল্ডেন বল জয়ের দৌড়ে। আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করে তিনি একাই বিদায় করে দেন মেসি-ডি মারিয়াদের। এরপর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালেও তিনি ভালো খেলেছেন। বল পায়ে তার ক্ষীপ্র গতি নজর কেড়েছে সবার। তার গতি প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়দের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তার ঠাণ্ডা মাথার ফিনিশিং ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ৬ ম্যাচে ৪৪৪ মিনিট খেলে ৩ গোল করেছেন। বিশ্বকাপের উদীয়মান খেলোয়াড় হওয়ার দৌড়েও আছেন তিনি।

ইডেন হ্যাজার্ড:
বেলজিয়ামের অধিনায়ক ইডেন হ্যাজার্ডও গোল্ডেন বল জয়ের দৌড়ে আছেন। তার নেতৃত্বে ৩২ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল বেলজিয়াম। তিনি ২টি গোল করার পাশাপাশি ২ গোলে অ্যাসিস্টও করেছেন। তার ড্রিবলিং, বল দখলে রাখার দক্ষতা, বল পায়ে ক্ষিপ্রতা ফুটবলবোদ্ধাদের মুগ্ধ করেছে। ব্রাজিলের বিপক্ষে তার পারফরম্যান্স ছিল অসাধারণ। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষেও তিনি ভালো খেলেছেন। ৫ ম্যাচে ৪২৮ মিনিট খেলেছেন তিনি। ৪৬.৬ কিলোমিটার দৌড়েছেন। তার দল ফাইনালে উঠতে পারলে গোল্ডেন বল জয়ের ক্ষেত্রে অন্যান্যদের চেয়ে এগিয়ে থাকতে পারতেন তিনি।