ক্রিকেটেও এবার একজন নেইমারের দেখা পাওয়া গেল

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। কিন্তু এখনও আলোচনায় ফুটবলার নেইমার। বিশ্বকাপে ব্রাজিলের প্রায় প্রতিটি ম্যাচেই তার মাটিতে গড়াগড়ি খেয়ে ফাউল আদায়ের ‘অভিনয়’ বিনোদনের খোরাক হয়েছে। নতুন খবর হল, ফুটবলে যেমন নেইমার; ক্রিকেটে যেন তাকেই অনুসরণ করছেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।ইংল্যান্ড-ভারত সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আট উইকেটে জয়ী হয়েছে ভারত।

ঘটনা ওই ম্যাচেরই। ম্যাচের একটি মুহূর্তে বল করার পর রান আউটের সম্ভাবনা দেখা দেয়। ননস্ট্রাইক প্রান্তে ফিল্ডার হয়ে দাঁড়িয়ে যান বোলার চাহাল। ফিল্ডার হার্দিক পান্ডিয়া বল নিয়ে সরাসরি থ্রো করেন চাহালের দিকে। বল তালুবন্দি করতে পারেননি তিনি। বল সরাসরি লাগে চাহালের হাঁটুতে। ব্যথা পেয়ে নেইমারের ভঙ্গিতে গড়াগড়ি খেতে থাকেন চাহাল। পরে অবশ্য নিজেই হেসে ওঠেন। মজা করেছেন চাহাল। সমর্থকরাও মজা করে বলছেন, ক্রিকেটেও এবার একজন নেইমারের দেখা পাওয়া গেল।

এদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াল ছাড়ার পর পিএসজির চিন্তা বেড়ে গেছে। নেইমারের রিয়ালে যাওয়া ঠেকাতে তার বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফরাসি ক্লাবটি। বিশ্বকাপের আগে জোর গুঞ্জন ছিল, নেইমারের রিয়ালে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। মাঝে বিশ্বকাপের ব্যস্ততায় সেই আলোচনা কিছুটা চাপা পড়লেও থেমে যায়নি একেবারে।