ব্রাজিল-জার্মানির পর যে ইতিহাস গড়তে যাচ্ছে ফ্রান্স

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ফ্রান্স। বিরলের সম্মান অর্জনের সামনে দাঁড়িয়ে আছেন তাদের কোচ দিদিয়ের দেশম। ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপ জেতেন ফরাসিরা। সেবার ফ্রান্সের অধিনায়ক ছিলেন দিদিয়ের দেশম।

এবার ফ্রান্স ফাইনালে ওঠায় দেশমের সামনে ম্যানেজার ও ফুটবলার হিসেবে বিশ্বকাপ জেতার হাতছানি তার। এর আগে ব্রাজিলের মারিও জাগালো ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপ জেতেন ফুটবলার হিসেবে। তারপরে ১৯৭০ সালে ম্যানেজার হিসাবে চ্যাম্পিয়ন হন।

তাছাড়া ১৯৯৪ সালেও সহকারী ম্যানেজার হিসাবে তিনি কাপ জিতেছিলেন। এই নজির রয়েছে জার্মান কিংবদন্তি ফ্রাতনস বেকেনবাউয়ারেরও। ফুটবলার হিসেবে ১৯৭৪ সালে এবং ১৯৯০ সালে ম্যানেজার হিসেবে কাপ জেতেন তিনি।