আত্মঘাতী ওরা ১১ জন

বিশ্বকাপের এবারের আসরে রেকর্ড সংখ্যক আত্মঘাতী গোল দেখেন দর্শকরা। ফাইনালের আগ পর্যন্ত আত্মঘাতী গোল ১১টি। যা আগের রেকর্ডের প্রায় দ্বিগুণ। ১৯৯৮ আসরে দ্বিতীয় সর্বোচ্চ ৬টি আত্মঘাতী গোল হয়। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে পাঁচটি। রাশিয়া বিশ্বকাপে ১০ দলের ১১ জন ভিন্ন খেলোয়াড় নিজেদের জালে বল পাঠান।

শুধুমাত্র স্বাগতিক রাশিয়ার ২ জন খেলোয়াড় আত্মঘাতী গোল করেন। একমাত্র গোলরক্ষক হিসেবে আত্মঘাতী গোলের তালিকায় নাম লেখান সুইজারল্যান্ডের ইয়ান সোমার। ১১তম আত্মঘাতী গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দিনহো (বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে)।

এক নজরে দেখে নিন আত্মঘাতী গোলদাতার একাদশ:

আত্মঘাতী একাদশ
আজিজ বুহাদ্দুজ (মরক্কো) ইরানের বিপক্ষে
আজিজ বেহিচ (অস্ট্রেলিয়া) ফ্রান্সের বিপক্ষে
ওঘেনেকারো ইতেবো (নাইজেরিয়া) ক্রোয়েশিয়ার বিপক্ষে
থিয়াগো সিওনেক (পোল্যান্ড) সেনেগালের বিপক্ষে
আহমেদ ফাথি (মিশর) রাশিয়ার বিপক্ষে
ডেনিস চেরিশেভ (রাশিয়া) উরুগুয়ের বিপক্ষে
এডসন আলভারেজ (মেক্সিকো) সুইডেনের বিপক্ষে
ইয়ান সোমার (সুইজারল্যান্ড) কোস্টারিকার বিপক্ষে
ইয়াসিন মেরিয়াহ (তিউনিসিয়া) পানামার বিপক্ষে
সার্জেই ইগনাশেভিচ (রাশিয়া) স্পেনের বিপক্ষে
ফার্নান্দিনহো (ব্রাজিল) বেলজিয়ামের বিপক্ষে