ব্যাটিং বিপর্যয়ে অলআউট বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৩৫৪ রানে অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কোনো রকম শুরু করতে পেরেছেছিল বাংলাদেশ দল।

২ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ১০ রান করে লাঞ্চ বিরতিতে যায় টাইগাররা। লাঞ্চ থেকে ফিরে দলীয় ২০ রানে লিটন ব্যক্তিগত ১২ রানে শায়নন গ্যাব্রিয়েলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন। ২ বল পড়েই মমিনুল কোনো রান না করেই শাই হোপের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। এরপর নামেন সাকিব তিনি হোল্ডারের বলে ৩২ রান করে সাজঘরে ফিরেন। এর পরেই এলবিডব্লিউ হয়ে শুন্য রানে ফিরেন মাহমুদুল্লাহ।

৩৭তম ওভারে কিমো পাওয়েলের গতির শিকার ওপেনার তামিম ইকবালও নতুন ব্যাটনম্যান নুরুল হাসান সোহান।

৪১তম ওভারে ফের ব্যাটিং তাণ্ডব চালান জেসন হোল্ডার। ওভারের তৃতীয় বলে ফেরান মুশফিকুর রহিমকে। ঠিকে পরের বলে বোল্ড হয়ে যান তাইজুল ইসলাম। কিন্তু নো বলের কল্যানে রক্ষা পান তিনি। না হয় এই ওভারেও এক জোড়া উইকেট পড়ত।

বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯/১০ (তামিম ৪৭, সাকিব ৩২, মুশফিক ২৪, লিটন ১২, তাইজুল ১৪*, মিরাজ ৩, কামরুল ০*)।

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৫৪/১০ (ব্রাথওয়েট ১১০, হিতমার ৮৬; মিরাজ ৫/৯৩, আবু জায়েদ ৩/৩৮)।