বাংলাদেশে আসছেন আর্জেন্টাইন সুপার স্টার মেসি!

২০১১ সালে নাইজেরিয়া সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসেন আর্জেন্টিনা ফুটবল দল। সে সময়েই প্রথম বাংলাদেশে আসেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি।দীর্ঘ সাত বছর পর আবার বাংলাদেশে আসছে লিওনেল মেসি। তবে এবার কোন ফুটবল ম্যাচ খেলার জন্য আসবেন না।

আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি ইউনিসেফের অ্যাম্বাসেডর আর সেই সুবাদে কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী শিবির মাত্র ৪ ঘন্টার জন্য পর্যবেক্ষণ করবেন মেসি।কিছু দিন আগে এই রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করে গিয়েছেন ঢালিউড ও হলিউডের নায়িকা প্রিয়াংকা।

লিওনেল মেসির আসার নির্ধারিত তারিখ এখলো সঠিক ভাবে জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে চলতি মাসের ২২ জুলাই তিনি বাংলাদেশের মাটিতে দ্বিতীয়বারের মত পা রাখবেন।

এবারের বিশ্বকাপ মিশন ভাল হয়নি মেসিদের। কোয়ার্টার ফাইনাল খেলার আগেই বিদায় নিতে হয়েছে।এরপর আর্জেন্টিনার দল থেকে অবসর নিয়েছে বেশ কয়েক এক জন খেলোয়াড়।সব মিলিয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দলটি।